Sukanta, BJP, “ইটের জবাব পাথর দিয়ে দিতে হবে,” রাম নবমী পালনে বাধা এলে মোকাবিলার কড়া নিদান সুকান্তর

আমাদের ভারত, ২৪ মার্চ: রামনবমী ঘিরে রাজনীতির পারদ চড়ছে বঙ্গে। রবিবার পানিহাটি থেকে রাম নবমী পালন করতে কোনো বাধা এলে তার মোকাবিলা কিভাবে করা হবে তার নিদান দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

রবিবার ব্যারাকপুরে ট্রাফিক মোড়ে পথ সভা করার সময় রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার রাম নবমী পালন নিয়ে কড়া নিদান দেন। রামনবমী নিয়ে বড় হুঁশিয়ারি দিয়ে বিজেপির রাজ্য সভাপতি দাবি করেন, রামনবমীর মিছিল ঘিরে কেউ অশান্তি করার চেষ্টা করলে ইটের জবাব পাথর দিয়ে দিতে হবে।

তিনি কোনমতেই যাতে রাজ্যে রামনবমী রুখে দেওয়া না হয় সে বিষয়ে নজর রাখার দায়িত্ব দেন দলের নেতা কর্মীদের হাতে। তাঁর কথায়, যদি পুলিশও বাধা দিতে আসে তাহলে পাল্টা মোকাবিলা করতে হবে বলে নির্দেশ দেন।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মন্তব্যের পরেই রামনবমী ঘিরে রাজনীতির পারদ চড়ছে, সঙ্গে সরগরম হয়েছে বঙ্গ রাজনীতি।

প্রতিবছরই রামনবমী ঘিরে যুযুধান হয় শাসক বিরোধী শিবির। প্রসঙ্গত উল্লেখ্য, রামনবমীর দিন কলকাতায় ইডেন গার্ডেন স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল কেকেআর বনাম এলএসজির আইপিএল ম্যাচ। কিন্তু সিএবিকে এই মর্মে চিঠি পাঠানো হয়েছে কলকাতা পুলিশের তরফে বলে খবর। চিঠিতে জানানো হয়েছে, রামনবমীর জন্য সেদিন ইডেনে আইপিএল- এর ম্যাচ আয়োজন করা সম্ভব নয়। কারণ একটি ম্যাচ আয়োজন করতে যে পর্যাপ্ত পুলিশ বাহিনীর নিরাপত্তা প্রয়োজন তা একই দিনে দু’জায়গায় দেওয়া সম্ভব নয়। এই ম্যাচ বাতিলকে রাজনৈতিক বলে আখ্যা দিয়েছেন সুকান্ত মজুমদার। রাজ্য সরকারের উপর ক্ষোভ উগড়ে তিনি বলেছেন, এরা রামনবমী করতে পারে না। রামনবমী হলে বলে যে আইপিএল হবে না। শুনলাম কলকাতায় বাতিল হয়ে ওই ম্যাচটা গুয়াহাটিতে নিয়ে যাওয়া হয়েছে। ওখানে তো বিজেপি সরকার হিমন্ত বিশ্ব শর্মা একই দিনে আইপিএল ও রামনবমী করাতে পারলে বাংলা কেন করাতে পারছে না?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *