আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৭ ডিসেম্বর: ৭ জানুয়ারি নেতাই দিবসে শুভেন্দু অধিকারীর পাল্টা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শহিদ স্মরণ অনুষ্ঠানে হাজির করার চেষ্টা চালাচ্ছে ঝাড়গ্রাম জেলা তৃণমূল। জানাগেছে, শুভেন্দু অধিকারীর বিপরীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আনার তোড়জোড় শুরু করেছেন রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো। ভোট কুশলী প্রশান্ত কিশোরও চান নেতাই গ্রামের শহিদ স্মরণ অনুষ্ঠানে রাজ্য স্তরের কোনও হেভিওয়েট নেতা উপস্থিত থাকুন। ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন ছত্রধর মাহাতো। যদিও এ বিষয়ে এখনো সবুজ সংকেত দেননি অভিষেক।
ঠিক হয়েছিল নেতাই গ্রামের অনুষ্ঠানে সুব্রত বক্সী উপস্থিত থাকবেন। কিন্তু ৭ জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে জনসভা করবেন এবং সুব্রত বক্সি ওই দিন দলনেত্রীর সঙ্গে থাকবেন। নেতাই দিবসের দিন কুড়মিরা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় হুড়কা জাম নামে বন্ধের ডাক দেওয়ায় অভিষেকের মত নেতার নেতাই গ্রামে আসার ক্ষেত্রে সংশয় দেখা দিয়েছে। তবে রাজ্য স্তরের কোনও হেভিওয়েট নেতা ওই দিন শুভেন্দু অধিকারীর পাল্টা হিসেবে শহিদ স্মরণ অনুষ্ঠানে যোগ দিতে আসবেন তা রাজ্যের শীর্ষ নেতৃত্ব ঠিক করবেন বলে জানিয়েছেন দলের ঝাড়গ্রাম জেলার সভাপতি দুলাল মুর্মু।
শুভেন্দু অধিকারী বিজেপিতে গেলেও প্রতিবছরের মতো এবছরও তিনি নেতাই গ্রামে আসছেন বলে তার অনুগামীদের সূত্রে জানা গেছে। তিনি বিজেপিতে যোগ দেওয়ার পর গ্রামে বিজেপির পতাকা উড়ছে। কয়েকদিন আগে নেতাই গ্রামে মিছিলও করেছে বিজেপি।

