আমাদের ভারত, ২৬ সেপ্টেম্বর: বৃষ্টিতে ভাসতে চলেছে দুর্গাপুজো। মহালয়া থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে৷ পুজোর প্রতিটি দিনই কম-বেশি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে৷ বৃহস্পতিবার আবহাওয়া দফতরের পূর্বাভাসে কথা জানিয়েছে।
আবহাওয়ার খামখেয়ালিপনা বেশ কয়েকদিন ধরেই লক্ষ্য করা যাচ্ছে৷ গত কয়েক বছর ধরে পুজোর আনন্দে জল ঢেলেছে বৃষ্টি৷ আর এর মধ্যেই চিন্তার ভাঁজ ফেলেছে এই খবর। আবহাওয়াবিদদের একাংশ জানাচ্ছেন, লা নিনার প্রভাব সেপ্টেম্বরেই শুরু হতে পারে৷ যার প্রভাব থাকতে পারে আগামী কয়েক মাস৷ প্রশান্ত মহাসাগরে তৈরি হওয়া এই বিশেষ পরিস্থিতির ফলে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, বৃষ্টিতে ভাসতে চলেছে দুর্গাপুজো। মহালয়া থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে৷ পুজোর প্রতিটি দিনই কম-বেশি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে৷ দুর্গাপুজোর সময় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হবে উত্তর এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায়৷ পুরো পুজোটাই বৃষ্টির কারণে ভেস্তে যেতে পারে বলে মনে করছেন একাংশ৷
লা নিনার প্রভাব ভারতে মৌসুমী বায়ুর উপর পড়ে৷ পাশাপাশি বৃষ্টিপাতের পরিমাণও বেড়ে যায়৷ লা নিনার প্রভাবে যে পুরো পুজোটাই ভেস্তে যেতে পারে, তেমনটাই আশঙ্কা করা হচ্ছে৷