পশ্চিমবঙ্গের জন্য ৩,৩০৯ কোটি টাকা অনুদান অনুমোদন কেন্দ্রের

আমাদের ভারত, ২৭ জানুয়ারি: রাজ্যের গ্রাম পঞ্চায়েত গুলির জন্য ৩৩০৯ কোটি টাকা অনুদান অনুমোদন করল কেন্দ্রীয় সরকার। ২০২০-২১ অর্থবর্ষে দ্বিতীয় কিস্তিতে বাংলার জন্য এই অনুদান মঞ্জুর করেছে মোদী সরকার।

পিআইবি তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে অর্থ মন্ত্রকের তরফে দেশের মোট ১৮ টি রাজ্যের জন্য অনুদান অনুমোদন করেছে সরকার। এই ১৮টি রাজ্যের গ্রাম পঞ্চায়েতের জন্য এই অনুদান মঞ্জুর করা হয়েছে।

১৮ রাজ্যের জন্য মোট ১২,৩৫১ কোটি টাকা অনুদান দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই অনুদান মঞ্জুরের পর ২০২০-২১ অর্থবর্ষে এখনো পর্যন্ত মোট ৪৬,৭৩৮ কোটি টাকা দেশব্যাপী গ্রাম পঞ্চায়েত এলাকার জন্য মঞ্জুর করল কেন্দ্রীয় সরকার।

পিআইবি প্রকাশিত তালিকায় দেখা যাচ্ছে দ্বিতীয় দফার কিস্তিতে সব থেকে বেশি অনুদান পেয়েছে মোট আটটি রাজ্য। সেই তালিকায় রয়েছে পাঞ্জাব, মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, বিহার, গুজরাট, মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গ। এর মধ্যে সবচেয়ে বেশি অনুদান পেয়েছে উত্তর প্রদেশ। উত্তরপ্রদেশের প্রাপ্ত অনুদান ৭৩১৪ কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *