Caricature, Mamata, BJP, লাথি মেরে মোদী-সহ নেতৃবৃন্দকে মমতার খাদে ফেলার ব্যঙ্গচিত্র, তোপ বিজেপি’র

আমাদের ভারত, ২৯ মার্চ: পাহাড়ের ধার থেকে লাথি মেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ নেতৃবৃন্দকে খাদে ফেলে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ রকম একটি ব্যঙ্গচিত্র তৃণমূল কংগ্রেসের তরফে প্রকাশ করায় শুক্রবার কড়া প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেতৃবৃন্দ।

বিজেপি-র তরফে পশ্চিমবঙ্গে দলের সহ পর্যবেক্ষক অমিত মালব্য এক্স হ্যান্ডলে লিখেছেন, “বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রীকে লাথি মারছেন। এটি প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির বাংলার নেতাদের প্রাণহানির এবং হত্যার সরাসরি হুমকি। নির্বাচন কমিশন কি বিষয়টি লিপিবদ্ধ করে খুব দেরি হওয়ার আগে এই অশুভ চক্রান্তটি পরীক্ষা করবে?

রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এক্স হ্যান্ডলে লিখেছেন, “যেভাবে পশ্চিমবঙ্গে একটি বিচ্ছিন্নতাবাদী রাজনৈতিক আখ্যান তৈরি করার চেষ্টা করছে, তা কেবল অবমাননাকর নয়। এটি সমগ্র বাংলা এবং জাতির ভবিষ্যতের জন্য অত্যন্ত বিপজ্জনক বলে মনে হচ্ছে।”

রাজ্য বিজেপি-র তরফে এক্স হ্যান্ডলে লেখা হয়েছে, “মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিচ্ছেন— শেখ শাহজাহান এই তরুণীকে ধর্ষণ করবে এবং এখনও স্বাধীনভাবে হাঁটবে। আপনি, বিজেপির লোকেরা তাকে বাঁচাতে পারবেন না। আমি প্রতিটি মহিলাকে ত্যাগ করতে এবং ভোটের জন্য বাংলাকে সন্দেশখালিতে নামিয়ে দিতে রাজি আছি।”

1 thoughts on “Caricature, Mamata, BJP, লাথি মেরে মোদী-সহ নেতৃবৃন্দকে মমতার খাদে ফেলার ব্যঙ্গচিত্র, তোপ বিজেপি’র

  1. Chiranjib Mondal says:

    ভারতবর্ষ ধর্মের ভিওিতে ভাগ হয়েছে,
    এরপর ও হিন্দুদের কি করনীয়, -যদি বোঝার কমতি থাকে – সন্দেশখালির মতোই বহু উদাহরণ আছে, কিছু র জন্য সব শেষ হয়ে যাবে।

Leave a Reply to Chiranjib Mondal Cancel reply

Your email address will not be published. Required fields are marked *