আমাদের ভারত, কলকাতা, ২৯ মার্চ: দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া থেকে বিজেপি-র কিছু স্থানীয় নেতাকে পুলিশ গ্রেফতার করেছে। এক নেতাকে মারতে মারতে পুলিশ নিয়ে যায়। এই ঘটনায় শুক্রবার এলাকায় উত্তেজনা দেখা দেয়।
ঢাকুরিয়া দক্ষিণাপণ এর উল্টো দিকে মৌচাক মিষ্টির দোকানের গলি দিয়ে ঢুকে প্রথম বা-দিকের গলির ভিতর প্রথম ৬ টা বাড়ির পর বিজেপি-র দক্ষিণ কলকাতা জেলার অফিস। এক বিবৃতিতে বিজেপির তরফে জানানো হয়েছে, “দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক, অফিস সম্পাদক সহ অনেক নেতাকে পুলিশ বিজেপি কার্যালয়ের পাশ থেকে অনৈতিক ভাবে গ্রেফতার করে লেক থানায় নিয়ে গেছে।
জমায়েত করে তৃণমূল কর্মীরা বিজেপি কার্যকর্তাদের উপর হামলা চালায় এবং পুলিশ মারতে মারতে সাধারণ সম্পাদক স্নেহাশীষকে ধরে নিয়ে যায়।
কেন তাদের গ্রেফতার করা হল? পুলিশের কাছ থেকে সেই যুক্তি জানানো হয়নি। তবে, ঘটনার ভিডিও বিজেপি-র তরফে মিডিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছে। তাতেই দেখা গিয়েছে, কীভাবে দলের এক আঞ্চলিক পদাধিকারীকে প্রকাশ্যে নিগ্রহের শিকার হতে হল।
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় ছি ছি ছি ছি ভারত মাতার সন্তান জিন্দাবাদ 🙏🏽🧡🚩🇮🇳