নীল বনিক, আমাদের ভারত, ২৯ জানুয়ারি: কলকাতা বিশ্ববিদ্যালয়ের সরস্বতী পুজোতেও সিএএ বিরোধী পোষ্টার। পোস্টারে ছিল রাজনৈতিক বক্তব্য। কারা এই পোস্টার দিয়েছিল তা নিয়ে কেউ মুখ খোলেনি। পুজোয় এরকম পোস্টার দেওয়ায় ছাত্রছাত্রীদের মধ্যে ছিল চাপা গুঞ্জন।
সরস্বতী পুজো উপলক্ষে গোটা বিশ্ববিদ্যালয় চত্বর সাজানো হয়েছিল। তৈরি হয়েছিল সুদৃশ্য মন্ডপ। তবে মন্ডেপের আশেপাশে ছিল সিএএ বিরোধী পোষ্টার। তাও আবার নানা রংঙে সাজানো। পোষ্টারগুলিতে ছিল রাজনৈতিক বার্তাও। তবে বিশ্ববিদ্যালয়ে পুজো দেখতে আসা ছাত্রছাত্রীরা অবশ্য সিএএ বিরোধী পোষ্টার নিয়ে গা মাখেননি। তারা সরস্বতী পূজোয় এসে বিশ্ববিদ্যালয়ে হাসিঠাট্টা করতে ব্যস্ত ছিলেন। তবে তারমধ্যে কিছু সময়ের জন্য হলেও সিএএ নিয়ে রিতীমতো আলোচনা হয়েছে।
ছাত্রছাত্রীদের বেশিরভাই পুজোর দিনে রাজনৈতিক ইস্যু নিয়ে নিজেদের মধ্যে তর্ক বাড়াতে চাননি। পূজোর দিন এমন রাজনৈতিক পোষ্টার নিয়ে বিশ্ববিদ্যালয়ে চলে গুঞ্জন। পোষ্টারের পিছনে কারা রয়েছে তা নিয়ে কোনও ছাত্র সংগঠন মুখ খুলতে চায়নি। পুজোর মন্ডের পাশে এমন রাজনৈতিক পোষ্টার নিয়ে মুখ খুলতে চায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।