আমাদের ভারত, ৬ এপ্রিল: লোকসভা ভোটের প্রচার তুঙ্গে উঠেছে ইতিমধ্যেই। শাসক থেকে বিরোধী, সব রাজনৈতিক দল রবিবার প্রচারে ব্যস্ত। এরই মধ্যে উত্তরবঙ্গে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সেখানে বিজেপি প্রার্থীদের সমর্থনে সভা করে ভোট চান। জানা গেছে, আগামী ১৬ তারিখ বালুরঘাটে জনসভা করবেন মোদী। বালুরঘাট লোকসভা আসনের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে সভা করার কথা রয়েছে তাঁর। তবে শুধু মোদী নন, অমিত শাহও সভা করবেন সুকান্ত মজুমদারের সমর্থনে।
সোমবার সকালে বালুরঘাট শহরের পাওয়ার হাউস এলাকায় নির্বাচনী প্রচারে যান সুকান্ত মজুমদার। সেখানে মোদীর সভায় সকলকে আসার অনুরোধ জানান তিনি। একা প্রধানমন্ত্রী নন, সুকান্ত মজুমদারের সমর্থনে জনসভা করতে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। সুকান্তর হয়ে আরও অনেকেই বালুরঘাট লোকসভা আসনে প্রচার করতে আসবেন বলে
জানাগেছে। তবে এতো অল্প সময়ের মধ্যে কাকে কখন কিভাবে আনা যায় সেটাই দেখা হচ্ছে বলে জানান বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার।
আজ প্রথমে পাওয়ার হাউস এলাকায় মাছ, মাংস বাজারে ও পরে সবজি বাজারে প্রচার করেন সুকান্ত মজুমদার। এই লোকসভা আসনে কী কী উন্নয়ন হয়েছে তার খতিয়ান লিফলেট আকারে তুলে ধরেন সুকান্তবাবু। সেই লিফলেট বিতরণ করেন তিনি। সুকান্ত মজুমদার বলেন, এখানে প্রতিদিনই বাজার বসে। আজ এই বাজারে এসে প্রতিটি মানুষের কাছে প্রার্থনা করি ২৬ তারিখ সকলে পদ্মফুলে যেন ভোট দেন। তার সঙ্গে আগামী ১৬ তারিখ প্রধানমন্ত্রী বালুরঘাট শহরে আসবেন সেখানেও যেন সকলে উপস্থিত থাকেন।