Amit Malviya, Mamata, “মমতা বন্দ্যোপাধ্যায় জাত মিথ্যাবাদী”, তোপ অমিত মালব্যর

আমাদের ভারত, ৮ এপ্রিল: “মমতা বন্দ্যোপাধ্যায় জন্মগত মিথ্যাবাদী। তাঁর সম্পর্কে বিশ্বাসযোগ্য কিছু নেই।” সোমবার এই মন্তব্য করলেন বিজেপি-র তরফে দলের পশ্চিমবঙ্গ শাখার সহ পর্যবেক্ষক অমিত মালব্য।

এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, “রাষ্ট্রীয় অর্থায়ন থেকে শুরু করে ভেঙে পড়া আইন-শৃঙ্খলা, সব কিছুতেই তিনি বিভ্রান্ত করার উদ্দেশ্য নিয়ে মিথ্যাচার করেন। তিনি অভিযোগ করেছেন যে, এনআইএ মধ্যরাতে ভূপতিনগরে পৌঁছে স্থানীয় পুলিশকে না জানিয়ে নির্বিচারে মানুষের বাড়িতে ঢুকেছে এবং মহিলাদের শ্লীলতাহানি করেছে। এই সব মিথ্যা। পূর্ব মেদিনীপুরের এসপি তার বিরোধিতা করেছেন।

রেকর্ডে রয়েছে যে এনআইএ দল প্রথমে সকালে ভূপতিনগর থানায় পৌঁছেছিল এবং তাকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। বেশ কয়েকটি ভিডিও রয়েছে, যাতে দেখা যাচ্ছে যে মহিলা কর্মীরা এনআইএ টিমের সাথে ছিলেন। তাঁরা প্রতিবাদী মহিলাদের সাথে কথা বলছিলেন। তাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের রচিত মহিলাদের শ্লীলতাহানির গল্প টেঁকে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *