central government, flour, বাজার দরের থেকে অনেক সস্তায় রেল স্টেশনে আটা, চাল, ডাল বিক্রি করবে কেন্দ্র সরকার

আমাদের ভারত, ৬ এপ্রিল: খাদ্যশস্য, ডাল, দানা শস্য, মিলেটের ন্যূনতম সহায়ক মূল্য বেঁধে দিয়েছে কেন্দ্র সরকার। এবার এর সুবিধা কৃষকদের কাছে পৌঁছে দিতে দেশজুড়ে চালু করা হয়েছে ক্রয় কর্মসূচি। ভারত ব্র্যান্ডের গমের আটা এবং ভারত চাল এবার বাজার মূল্যের থেকে কম দামে বিক্রি করছে কেন্দ্র সরকার।

মোবাইল ভ্যানের মাধ্যমে প্রতিটি রেল স্টেশনে গমের আটা প্রতি কেজি ২৭ টাকা ৫০ পয়সা হারে বিক্রি করা হবে। সমবায় সমিতি নাফেড, এনসিসিএফ এবং কেন্দ্রীয় ভান্ডারের মাধ্যমে সারা দেশে ৮০০টি মোবাইল ভ্যান এবং ২০০০ টিরও বেশি দোকানের মাধ্যমে এই ভারত আটা বিক্রি করা হবে বলে জানানো হয়েছে।

বর্তমানে বাজারে আটার দাম ৩০ থেকে ৩২ টাকা প্রতি কেজিতে বিক্রি হয়। ব্র্যান্ডেড আটার দাম ৪০ থেকে ৪২ টাকা প্রতি কেজি। বর্তমানের বাজার দর থেকে অনেকটাই কমে এই চাল ও আটা বিক্রি করবে কেন্দ্র সরকার। ভর্তুকিযুক্ত এই পণ্য পাওয়া যাবে দেশের বিভিন্ন জায়গায়। সেখানে চাল ও আটার পাশাপাশি ডাল ও পেঁয়াজও কম দামে বিক্রি করবে কেন্দ্র।

গত বছর দীপাবলীর আগেও মূল্যবৃদ্ধি থেকে মানুষকে স্বস্তি দিতে মোদী সরকার “ভারত আটা” ব্র্যান্ড নামে আটা বিক্রি করেছে। নাফেডের বিক্রয় কেন্দ্র, সমবায় কেন্দ্র এবং সেন্ট্রাল গ্রোসারি স্টোর থেকে এই আটা বিক্রি হয়েছে। দেশে বেশ কিছু ছোট বড় শহরে সরকারের তরফে এই বিক্রির ব্যবস্থা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *