আমাদের ভারত, ব্যারাকপুর, ২ জুন: উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট মিটলেও নির্বাচনের ফল বেরোনোর আগে শুরু হলো বোমাবাজি। শনিবার রাতে এই বোমাজির ঘটনায় চাঞ্চল্য ছড়াল ভাটপাড়া পৌর এলাকায়।
জানাগেছে, ভাটপাড়া 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের ইলেকশন এজেন্ট প্রিয়াংকু পান্ডের বাড়ির পাশে মাঠের মধ্যে রাতের অন্ধকারে বোমা ছোড়া হয়।বিজেপি কর্মী প্রিয়াঙকু পান্ডের অভিযোগ, ভোট গণনা যত এগিয়ে আসছে ভাটপাড়া অঞ্চলে সন্ত্রাস করার চেষ্টা করা হচ্ছে। এই ঘটনায় প্রিয়াঙ্কুর পান্ডের বাড়ির সামনের সিসি ক্যামেরা ফুটেজ ভাটপাড়া থানার পুলিশ সংগ্রহ করে নিয়ে গেছে। কিন্তু এই ঘটনায়, ভাটপাড়া থানার পুলিশ কাউকে গ্রেফতার বা আটক করতে পারেনি।
এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। তিনি বলেন, ভটপাড়া, জগদ্দল এলাকা সিসিটিভিতে মুড়ে দিয়েছে পুলিশ। অথচ পুলিশ কাউকে ধরতে পারছে না। এজন্য তিনি পুলিশের নিষ্ক্রিয়তারই অভিযোগ তুলেছেন।