BJP leader, Chatra, রেল লাইনের ধার থেকে বিজেপি নেতার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, চাঞ্চল্য চাতরায়

আশিস মণ্ডল, রামপুরহাট, ২৩ জুন: রেল লাইনের ধার থেকে উদ্ধার হলো বিজেপি কর্মীর ক্ষতবিক্ষত মৃতদেহ। মৃত বিজেপি কর্মীর নাম প্রদীপ মাল (৩৬)। বাড়ি বীরভূমের নলহাটি থানার পাইকপাড়া গ্রামে। এই ঘটনায় গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্তে নেমেছে রেল পুলিশ।

ঘটনাটি ঘটেছে বর্ধমান– সাহেবগঞ্জ লুপ লাইনে চাতরা স্টেশনের কাছে। মৃত প্রদীপ মাল পেশায় টোটো চালক। মৃতের ভাই রঞ্জিত মাল বলেন, “দাদা রবিবার ভোরে টোটো নিয়ে বেরিয়েছিল। তারপরেই সকাল সাতটার দিকে মৃত্যু সংবাদ পাই। কিভাবে হল বলতে পারব না”।

ছেলে সাগর মাল বলেন, “মাসখানেক আগে বহু টাকা দেনা করে বাবা বোনের বিয়ে দিয়েছে। সেই দেনার টাকা নিয়ে চিন্তায় ছিল বাবা। তাছাড়া প্রতিদিন ভোরে উঠে প্রাতঃকৃত্য সারতে যেত। রেল লাইনের ধারে প্রাতঃকৃত্য সারতে গিয়ে দুর্ঘটনা ঘটল কিনা বলতে পারছি না”। তবে প্রদীপ মালের মৃত্যু নিয়ে সন্দেহ দানা বাঁধছে।

খবর পেয়ে ঘটনাস্থলে যান বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা। তিনি বলেন, “আমরা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চাইছি। কারণ লোকসভা নির্বাচনের আগে প্রদীপ মালকে বহু হুমকির সম্মুখীন হতে হয়েছিল। ফলে সে আতঙ্কে ছিল। বিষয়টি আমরা জানি। এই মৃত্যুর পিছনে তাদের কোনো ষড়যন্ত্র আছে কিনা তার তদন্ত চাইছি”।

তৃণমূল নেতা পিন্টু সিং বলেন, “প্রদীপ মালের মৃত্যুর পিছনে কোনো ষড়যন্ত্র নেই। সকালে প্রাতঃকৃত্য সারতে গিয়ে দুর্ঘটনা ঘটে থাকতে পারে। আমাদের এখানে ভোটের পর কোনো অশান্তি হয়নি। কাউকে হুমকিও দেওয়া হয়নি। পুলিশ তদন্ত করলে সত্য ঘটনা সামনে আসবে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *