সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩১ মে: প্রতি বছরই গরমে রক্তের আকাল দেখা দেয় ব্লাড ব্যাঙ্কগুলিতে। রক্তদান শিবিরের সংখ্যা কমে আসে। কিন্তু মানুষের রক্তের প্রয়োজন তো আর সে হিসেব মেনে ঠিক হয় না।
আর সেই প্রয়োজনের কথা মাথায় রেখেই জোগানের উপায় বের করে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার শক্তগড় নবোদয় সংঘ ক্লাব এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেন। এই শিবিরে এদিন প্রায় ৪৫ জন রক্তদান করেন বলে জানিয়েছে ক্লাব সম্পাদক সৌমেন দত্ত। এই শিবিরে ১২ জন মহিলাও রক্ত দিয়েছেন বলে জানাযায়।
ক্লাবের অন্যতম সদস্য বাপি দত্ত, ফেলা দীপক সহ অন্যান্য সদস্যরা জানিয়েছেন, প্রায় ১৫ বছর ধরে এই রক্তদান শিবির করে আসছি। শিবিরের মাধ্যমে ক্লাবের বার্ষিক অনুষ্ঠান করা হয়। এদিন সকাল থেকে শিশুদের বসে আঁকা প্রতিযোগিতা সহ বিভিন্ন অনুষ্ঠান চলে।