আমাদের ভারত, ৩১ মে: “ন্যায়বিচার, ধার্মিকতা এবং কল্যাণমূলক শাসনের প্রতি তাঁর ভালোবাসার জন্য বিখ্যাত লোকমাতা অহল্যাবাই হোলকার সংস্কৃতি, ধর্ম এবং শিল্প সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।” এভাবে অহল্যাবাঈ হোলকারকে শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
অমিতবাবু এক্সবার্তায় লিখেছেন, “কাশী বিশ্বনাথ মন্দির, সোমনাথ মন্দির, ত্র্যম্বকেশ্বর থেকে অযোধ্যা পর্যন্ত বেশ কয়েকটি প্রধান তীর্থস্থান সংস্কারকারী রানী নারীশক্তির শক্তি এবং নেতৃত্বের একটি উদাহরণ উপস্থাপন করেছিলেন। দক্ষ শাসক এবং মহান যোদ্ধা মহিলা অহল্যাবাঈ হোলকারজির ৩০০তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।”