পার্থ খাঁড়া, আমাদের ভারত, ৯ জুন: রক্তদান জীবন দান, পাঁচ মিনিট করলে খরচ চারটি জীবন বাঁচে। এই উদ্দেশ্যকে পাথেয় করে গ্ৰীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে পশ্চিম মেদিনীপুর পৌরসভার উদ্যোগে শহরের ২৫টি ওয়ার্ডে গত ১ জুন থেকে শুরু হয়েছে রক্তদান কর্মসূচি। যা শেষ হবে আগামী ২৫ জুন। শহরের প্রতিটি ওয়ার্ডে একদিন করে এই কর্মসূচি রাখা হয়েছে।
আজ শহরের ৯ নং ওয়ার্ডে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের সাহাযার্থে রক্তদান কর্মসূচি পালন করা হয় ভগবতী শিশু শিক্ষায়তন প্রাঙ্গনে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, কাউন্সিলর সৌরভ বসু, শিবু পানিগ্ৰাহী, আব্দুল ওয়াহেদ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। আজকের এই কর্মসূচিতে প্রায় দেড় শতাধিক সাধারণ মানুষ রক্তদান করেন।