পার্থ খাঁড়া, আমাদের ভারত, ৯ জুন: পশ্চিম মেদিনীপুর জেলার ব্লাড ব্যাঙ্কগুলিতে গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে রবিবার মেদিনীপুর পুরসভার পক্ষ থেকে এবং ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তথা পুর পরিষদ সৌরভ বসুর উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। ২৩ জন মহিলা সহ ১৪৭জন মানুষ এদিনের রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে এই শিবিরের শুভ সূচনা করেন পৌরপ্রধান সৌমেন খান।
ভার্চুয়াল পদ্ধতিতে মোবাইলে সকল রক্তদাতাদের শুভেচ্ছা বার্তা জানান এবং শিবিরের সাফল্য কামনা করেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ জুন মালিয়া। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সুজয় হাজরা। এছাড়াও উপস্থিত ছিলেন উপপৌর মাতা অনিমা সাহা। কাউন্সিলর মিতালী ব্যানার্জি, সীমা ভকত, সত্য সুন্দর পড়িয়া, ইন্দ্রজিৎ পানিগ্রাহী সহ বহু বিশিষ্ট মানুষজন। আগামী দিনে আরো বিভিন্ন মানবিক কর্মসূচি নিয়ে মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন কাউন্সিলর সৌরভ বসু।