জে মাহাতো, ৩০ নভেম্বর: পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর নিবাসী মেদিনীপুর ছাত্রসমাজের সভাপতি কৃষ্ণগোপাল চক্রবর্তী নিজের বিবাহ বার্ষিকী উপলক্ষে এগরা ব্লাড ব্যাঙ্ক এবং মেদিনীপুর জেলা ভলান্টিয়ারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় রক্তদান শিবির আয়োজন করেন। শুধু এখানেই থেমে না থেকে প্রকৃতির কথা মাথায় রেখে রক্তদাতাদের মৌসাম্বি ফল ও রক্তচন্দনের চারাগাছ দেও হয়। প্রায় ৫০ জন মানুষ রক্তদানে এগিয়ে আসেন। এই রক্তদান শিবিরে মহিলারাও সংখ্যাগরিষ্ঠভাবে এগিয়ে আসেন।
গতবছরও আয়োজন করা হয়েছিলো রক্তদান শিবির ও বৃক্ষরোপণ কর্মসূচির।