সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৫ মার্চ: শালতোড়া নেতাজি সেন্টেনারি কলেজের সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে আজ একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদ্বোধন করেন কলেজ পরিচালন সমিতির সভাপতি সন্তোষ মন্ডল।
কলেজের অধ্যক্ষ কিশোরকুমার বিসওয়াল জানান, কলেজের বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রী, অধ্যাপক-অধ্যাপিকা ও শিক্ষাকর্মী সহ মোট ৮০ জন রক্তদান করেন। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংক এই রক্ত সংগ্ৰহ করে। রক্তদাতাদের উৎসাহিত করতে এবং সবুজায়নের লক্ষ্যে প্রত্যেক রক্তদাতাকে কলেজের তরফ থেকে একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়।
সন্তোষ মন্ডল বলেন, রক্তদান, বৃক্ষরোপণ, স্বাস্থ্য শিবির, সচেতনতা শোভাযাত্রা ইত্যাদি জনমুখী কাজে অংশগ্রহণের মধ্য দিয়ে ছাত্র-ছাত্রীরা সমাজের প্রতি দায়বদ্ধতার শিক্ষা গ্ৰহণ করবে।