বিজেপির হাওড়া গ্রামীণ জেলার সভাপতি পরিবর্তন

আমাদের ভারত, হাওড়া, ২৭ ডিসেম্বর: বিধানসভা নির্বাচনের আগে দলের ভিত মজবুত করার লক্ষ্যে বিজেপির হাওড়া গ্রামীণ জেলার সভাপতির নতুন দায়িত্ব দেওয়া হল প্রত্যুষ মন্ডলকে। রবিবার দলের পক্ষ থেকে তাঁকে এই নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। প্রত্যুষ মন্ডল জেলার সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। রবিবার বিকেলে দলের তরফে নতুন দায়িত্ব দেওয়ায় খুশি প্রত্যুষ মন্ডল জানান, দলের পক্ষ থেকে যে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে সকলকে নিয়ে তিনি সেটা পালন করবেন।

অন্যদিকে রবিবার সন্ধ্যে পর্যন্ত তার কাছে এই ধরনের কোনও খবর ছিল না বলে জানান জেলার প্রাক্তন সভাপতি শিবশঙ্কর বেজ। তিনি জানান, যদি প্রত্যুষ মন্ডলকে সভাপতির দায়িত্ব দেওয়া হয় তাহলে আমার পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানাই।

এদিকে মাত্র এক বছরের মধ্যে দলের জেলা সভাপতি পরিবর্তনকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। প্রসঙ্গত, গত বছরের ৬ ডিসেম্বর শিবশঙ্কর বেজ বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সভাপতির দায়িত্ব পেয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *