আমাদের ভারত, কলকাতা, ১৭ ফেব্রুয়ারি: কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের ভোটে সাধারণ সম্পাদক-সহ পাঁচটি গুরুত্বপূর্ণ পদে জয়ী হন বিজেপির প্রার্থীরা। সমাজ মাধ্যমে তাঁদের অভিনন্দন জানালেন বিজেপি-র পশ্চিমবঙ্গের সহ পর্যবেক্ষক অমিত মালব্য।
এর আগে বারের সাধারণ সম্পাদক পদ ছিল তৃণমূলের দখলে। শুক্রবার বারের মোট ১৫টি পদে নির্বাচন হয়। সূত্রের খবর, ১০টি পদে তৃণমূল জিতলেও সাধারণ সম্পাদক-সহ একাধিক গুরুত্ব পদে জয়ী হয়েছেন বিজেপির প্রার্থীরা।
এতদিন সাধারণ সম্পাদকের পদে ছিলেন তৃণমূলের বিশ্বব্রত বসুমল্লিক। শুক্রবারের ভোটে ওই পদে জয়ী হন বিজেপির শঙ্কর প্রসাদ দলপতি। সহ-সম্পাদক পদও বিজেপির দখলে। জয়ী হয়েছেন ফাল্গুনী বন্দ্যোপাধ্যায়। এছাড়াও বিজেপির জয়ী তিন প্রার্থী সহ-সভাপতি কৃষ্ণেন্দু ভট্টাচার্য এবং কমিটির সদস্য সারদা শা ও ঐশ্বর্য রাজ্যশ্রী। শুক্রবার রাতে এই ঘোষণা হয়।