৭৫ লক্ষ বেকার যুবক-যুবতীকে চাকরি দেবে বিজেপি, বাড়ি বাড়ি গিয়ে প্রচার করবে যুব মোর্চা, বললেন মুকুল রায়

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ১৩ ডিসেম্বর:
ক্ষমতায় আসলে ৭৫ লক্ষ বেকার যুবক-যুবতীর চাকরি দেব। রবিবার কলকাতার হেস্টিংসে এমনটাই জানালেন সর্বভারতীয় বিজেপি সহ-সভাপতি মুকুল রায়। তিনি বলেন, বাংলার যুবক-যুবতীদের চাকরি নিয়েই বেশি ভাববে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই বেকারত্ব বেশি বেড়েছে বলে অভিযোগ করেন তিনি।

বাংলার বেকার যুবক যুবতীদের চাকরির অগ্রাধিকার রাজ্য বিজেপির ইশতেহারে ঠাঁই পাবে বলে জানিয়েছেন মুকুল রায়। বাংলার বেকারত্বের দুর্দশার কথা জানতে আগামী দুই মাস কর্মসূচি নিচ্ছে বিজেপি। প্রায় ৭৫ লক্ষ বেকার যুবক-যুবতীদের কাছে ফেব্রুয়ারি মাসের মধ্যে পৌঁছাবে রাজ্য যুব মোর্চার সদস্যরা। বিজেপি ক্ষমতায় আসলে বেকার যুবক-যুবতীদের চাকরিতে কোনও সমস্যা হবে না, এই কথাই যুব মোর্চার সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে প্রচার করবেন। পাশাপাশি যুব মোর্চার সদস্যরা মানুষকে বোঝাবেন বাংলায় শিল্পপতি না আসার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্পনীতি দায়ী। সিঙ্গুর থেকে টাটাদের তাড়ানো যে ভুল হয়েছিল সেকথাও মানুষের কাছে তুলে ধরা হবে বলে জানিয়েছেন মুকুল রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *