পরিবর্তনের গন্ধ পেয়ে কিছু পুলিশ বিজেপির দিকে ঝুঁকছে, বললেন জয় বন্দ্যোপাধ্যায়

আমাদের ভারত, হাওড়া, ১৩ ডিসেম্বর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন বিভিন্ন মঞ্চে অভিযোগ করেছেন এক শ্রেণির পুলিশ তাঁর কথা শুনছে না। আসলে পরিবর্তনের গন্ধ পেয়ে ওইসব পুলিশ কর্মীরা এখন থেকেই বিজেপির দিকে ঝুঁকতে শুরু করে দিয়েছে। রবিবার বিকেলে হাওড়া জেলার শ্যামপুরের গাদিয়াড়ায় এক জনসভায় এই চাঞ্চল্যকর দাবি করলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য জয় বন্দ্যোপাধ্যায়।

করোনা আক্রান্ত হয়ে দুইমাসের বেশি সময় গৃহবন্দী থাকার পর রবিবার প্রথম কোনও জনসভায় উপস্থিত হলেন জয়। আর দীর্ঘদিন পর জনসভায় ভাষণ দিতে গিয়ে এদিন প্রথম থেকেই শাসক দলকে তীব্র আক্রমণ করতে থাকেন। তিনি বলেন, তবে এখনও কিছু পুলিশ কর্মী তৃণমূলের দাসত্ব করছেন। সেইসব পুলিশ কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, তারা যেন তাদের কাছে থাকা অশোকস্তম্ভ ঠাকুরঘরে রেখে দিয়ে তৃণমূলের ব্যাচ পরে ডিউটি করেন।

এদিন জয় অভিযোগ করেন, রাজ্যের বিভিন্ন এলাকার পাশাপাশি উলুবেড়িয়া জুড়ে লুটের রাজত্ব চলছে। তৃণমূলের নেতা থেকে কর্মীরা জনগণের টাকা, শ্রমিকদের শ্রম দিবস, সকলের শিক্ষা, স্বাস্থ্য সব লুট করছে। তবে বিজেপি ক্ষমতায় আসলে এইসব বন্ধ হবে। কারন বিজেপি কোনও কিছু নিতে আসেনি, দিতে এসেছে। গাদিয়াড়া নিয়ে এদিন জয় অভিযোগ করেন, রাজ্যের অন্যতম এই পর্যটন কেন্দ্র নিয়ে রাজ্য সরকার কোনও পরিকল্পনা না করায় গাদিয়াড়া অন্ধকারে ডুবে আছে। বিজেপি ক্ষমতায় আসলে এই পর্যটন কেন্দ্রটিকে ঢেলে সাজানো হবে এবং তখন এটা আলোয় ঝলমল করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *