আমাদের ভারত, ১৭ মার্চ: শনিবার ভোটের নির্ঘন্ট প্রকাশ হয়ে গেছে। তার পরের দিনই নিজের কেন্দ্রে প্রচারে নেমে পড়লেন বালুরঘাটের বিজেপি প্রার্থী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় বালুরঘাট কেন্দ্রে ভোট। তাই একবারেই সময় নষ্ট নয়। আর রবিবার সকালে ছুটির দিনটিকে ভালোভাবে জনসংযোগে ব্যবহার করলেন এই বিজেপি প্রার্থী।
আজ তিনি কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। আড্ডা মারেন পাড়ার বিভিন্ন চায়ের দোকানে। বাজারে যান সুকান্ত মজুমদার। সেখানেও কথা বলেন সবজি বিক্রেতাদের ও ক্রেতাদের সঙ্গেও। সুকান্ত মজুমদারের দাবি, এবারের লোকসভা ভোটে বাংলায় ৩০টিরও বেশি আসন বিজেপি পাবে।
বালুরঘাটে রবিবারের বাজারে তিল ধারণের জায়গা থাকে না। ফলে মানুষের সঙ্গে জনসংযোগের জন্য এই দিনটিকেই বেছে নিয়েছিলেন সুকান্ত মজুমদার। সকাল সাড়ে ন’টা নাগাদ দলের কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে বেরন সুকান্ত মজুমদার। একটানা তার জনসংযোগ চলে। নিজের জয়ের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী সুকান্ত। একই সঙ্গে পশ্চিমবঙ্গে এবার ৩০টিরও বেশি আসন বিজেপি দখল করতে চলেছে বলেও তাঁর দাবি। তাঁর ধারনা বাংলার কাঁধে ভর করেই ৪০০- এর বেশি আসনে লক্ষ্যমাত্রা পূরণ করবে নরেন্দ্র মোদী।
আজ সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী, সকলের সঙ্গেই কথা বলেন সুকান্ত মজুমদার। তাদের পরিকল্পনা কী? কী পেতে চাইছেন তারা আগামী দিনে? সবটাই খোলামেলা আলোচনার মাধ্যমে জানতে চান সুকান্ত মজুমদার। আর সুকান্ত মজুমদারকেও হাতের কাছে পেয়ে বালুরঘাটে সাধারণ মানুষও অভাব অভিযোগ এবং নানা দাবির কথা জানিয়েছেন। স্থানীয় মানুষকে আশ্বস্ত করে সুকান্ত মজুমদার বলেছেন, যে সমস্ত বিষয় তারা তুলে ধরলেন সেগুলি নতুন সরকার গঠিত হওয়ার পরই আলোচনা করে সমাধানের চেষ্টা করা হবে।
গত লোকসভা নির্বাচনে অর্পিতা ঘোষকে হারিয়েছিলেন সুকান্ত মজুমদার। তখন জয়ের ব্যবধান ছিল ৩০ হাজারেরও বেশি। এবার বালুরঘাট থেকেই অন্তত ৫০ হাজার ভোটে লিড নেবেন বলে আশাবাদী তিনি।
অন্যদিকে অন্য কোনো রাজনৈতিক দলকে এই রবিবারের প্রচারে দেখা যায়নি। তৃণমূলের প্রার্থী বিপ্লব মিত্র তার কর্মী সমর্থক নিয়ে নিজের বাড়িতে বৈঠক সেরেছেন। বামফ্রন্টের তরফে আরএসপি প্রার্থীর নাম ঘোষণা হলেও তাদের প্রচারে নামতে দেখা যায়নি।