পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: আজ পশ্চিম মেদিনীপুর জেলা নির্বাচন আধিকারিকের কার্যালয়ে একটি সর্বদলীয় বৈঠক হয়। উপস্থিত ছিলেন জেলা শাসক ও জেলা নির্বাচন আধিকারিক, পশ্চিম মেদনীপুর জেলার পুলিশ সুপার, অতিরিক্ত জেলাশাসক, অন্যান্য আধিকারিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
বৈঠকে আদর্শ নির্বাচন আচরণ বিধি, সুবিধা সেল এবং নির্বাচন সংক্রান্ত অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়। জেলা প্রশাসন সুষ্ঠ এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে সব রকম ব্যবস্থা গ্রহণ করেছে।