Bjp, Sukanta, বালুরঘাটে মহিলা বিজেপি কর্মীকে অশ্লীল ভাষায় উত্যক্ত, পদ্ম প্রার্থীকে এলাকায় ঢুকতে বাধা, নিষ্ক্রিয় পুলিশ, কমিশনে নালিশ সুকান্তর

আমাদের ভারত, ২৬ এপ্রিল: দ্বিতীয় দফার ভোটে উত্তপ্ত হলো বালুরঘাট কেন্দ্রের একাধিক বুথ। তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মীদের মারধর, বিজেপির মহিলা কর্মীদের অশ্লীল ভাষায় উত্যক্ত করা, সর্বোপরি বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে বুথ তথা এলাকায় ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। কমিশনের তরফে তপনের ঘটনার রিপোর্ট তলব করা হয়েছে।

বালুরঘাট কেন্দ্রের অন্তর্গত তপনের পতিরামপুরে বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত নেতার নাম জ্যোতিষ রায়। তাঁকে বুথের বাইরে মারধরের অভিযোগ উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই বুথের ১০০ মিটারের মধ্যে ক্যাম্প বসানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। খবর পেয়ে বুথে যান বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। তিনি যেতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সুকান্তবাবু পতিরামের বুথে যেতে গেলে তৃণমূলের কর্মী সমর্থকরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরিস্থিতিতে উত্তপ্ত হয়। তিনি যাতে কোনওভাবে এলাকায় ঢুকতে না পারেন তাই তাঁকে ঘিরে রাখার অভিযোগ ওঠে।

গোটা ঘটনার ভিডিও তুলেছেন সুকান্ত মজুমদার। সেটি তিনি নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান বালুরঘাটের আইসি। পুলিশের সাথেও বচসায় জড়িয়ে পড়েন সুকান্ত মজুমদার। তিনি বলেন, বিজেপি প্রার্থীকে বুথে ঢুকতে দেওয়া হচ্ছে না, পুলিশ কিছু করছে না। পুলিশ চুপচাপ বসে আছে। ১০০ মিটারের মধ্যে থেকে ক্যাম্প অফিস না ওঠালে আমি এখানেই থাকব। এখান থেকে আমরা লিড পাবো সেটা ওরা জানে। তাই আমাদের মহিলা কর্মীকে “সেক্স ওয়ার্কার” বলে উত্যক্ত করার চেষ্টা করেছে। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন সুকান্ত মজুমদার। এক ঘণ্টার মধ্যে এই গোটা ঘটনার রিপোর্ট জমা করতে হবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *