নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ১ জানুয়ারি:
রাজ্যে নাইট কারফিউ জারির প্রয়োজন নেই বলে মনে করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার কলকাতায় তিনি জানান, মানুষ ধীরে ধীরে ছন্দে ফিরছে। জীবন-জীবিকাও আগের থেকে অনেকটাই স্বাভাবিক হয়েছে। এই পরিস্থিতিতে ফের নাইট কারফিউ জারি হলে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হবে। তাই নাইট কারফিউ জারিতে বিজেপির কোনও সায় নেই বলে জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি।
তিনি বলেন, সংক্রমণ ধীরে ধীরে অনেকটাই কমেছে। তবে, করোনার জন্য সতর্কতা বিধি পালন করা উচিত। আরও কি করলে সংক্রমণ কমবে তা রাজ্য সরকারের ভাবা উচিত। যখন রাজ্যে লকডাউন ছিল, তখন অনেকেই লকডাউন মানেননি। আর এখন নাইট কারফিউ করে কনো লাভ নেই।
প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে সংক্রমণ আটকাতে নাইট কারফিউ জাজ্য করুক রাজ্য। দক্ষিণ ভারতের অনেক রাজ্যে সংক্রমণ এড়াতে নাইট কারফিউয়ে সিদ্ধান্ত নিয়েছে। সেই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি এদিন বলেন এ রাজ্যে নাইট কারফিউ জারি করা ঠিক হবে না।

