আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১ জানুয়ারি: বর্ষ বরনের রাতে বাড়ির সামনে মদ্যপানের প্রতিবাদ করায় কান্দি শহরে এক হার্ডওয়ার ব্যাবসায়ীর বাড়িতে হামলা চালানো হল।
জানাগেছে, কান্দি পেট্রোলপাম্প এলাকার বাসিন্দা সৌরভ দে একটি হার্ডওয়ার দোকান চালান। বর্ষ বরনের রাতে তাঁর বাড়ির সামনে বসে কয়েকজন যুবক মদ্যপান করছিল। বাড়ির সামনে বসে মদ্যপান করার প্রতিবাদ করেন তিনি। আর তার জেরেই তাঁর বাড়িতে হামলা চালানো হয়। বাড়ির জালানার কাঁচ ও গাড়ি ভাঙ্গচুর করা হয়। বাড়ির জলের পাইপ ভেঙ্গে দেওয়া হয়। এব্যাপারে তিনি কান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ।