নতুন বছরের প্রমথম দিনে চালু হল রায়গঞ্জ-তারাপীঠ বাস পরিসেবা

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১ জানুয়ারি: নতুন বছরের প্রথম দিনেই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাস পরিষেবা উন্নয়নের মুকুটে নতুন পালক যুক্ত হল৷ আজ থেকে সংস্থার রায়গঞ্জ ডিপো থেকে উদ্বোধন করা হল রায়গঞ্জ-তারাপীঠ বাস পরিষেবা। শুক্রবার নতুন বছরের রায়গঞ্জ ডিপো থেকে ফুল আর নীলসাদা বেলুনে সুসজ্জিত উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাস শুভযাত্রা করল তারাপীঠের উদ্দেশ্যে। সংস্থার তৃণমূল শ্রমিক কর্মচারী সংগঠনের সদস্যরা ধূপকাঠী জ্বালিয়ে যাত্রার উদ্বোধন করলেন। রাজ্য সরকারের এই উদ্যোগে খুশী রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার পূন্যার্থী থেকে সাধারন যাত্রী।

রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলা থেকে বহু পূন্যার্থী বীরভূমের তারাপীঠে মন্দির দর্শন ও পুজো দিতে যান। এতদিন জেলা সদর রায়গঞ্জ থেকে তারাপীঠ যাওয়ার কোনও ট্রেন পরিষেবা বা বাসের ব্যাবস্থা ছিল না। পূন্যার্থীরা অনেক বেশি টাকা খরচ করে প্রাইভেট গাড়ি নিয়ে কিংবা মালদা থেকে ট্রেনে চেপে রামপুরহাট নেমে যেতেন তারাপীঠে। এতে সময় ও ব্যায় দুটোই বেশি লাগে এবং যাত্রাপথে ঝঞ্জাটও অনেক। সাধারন মানুষ থেকে পূন্যার্থীদের রায়গঞ্জ থেকে তারাপীঠে পুজো দিতে যাওয়া ছিল দু-তিনদিনের ঝক্কি। আজ ১লা জানুয়ারি নিউ ইয়ারের দিন সকাল থেকে রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার পূন্যার্থী ও সাধারন মানুষের পরিষেবায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম চালু করল রায়গঞ্জ-তারাপীঠ বাস পরিষেবা। প্রতিদিন ভোর ৫ টায় তারাপীঠের উদ্দেশ্যে রওনা হবে সেই বাস, আবার দুপুর ২ টায় তারাপীঠ থেকে রায়গঞ্জের উদ্দেশ্যে ছাড়বে বাসটি। ফলে পূন্যার্থীরা প্রয়োজনে একদিনের মধ্যেই রায়গঞ্জ থেকে তারাপীঠে মন্দিরে গিয়ে পুজো দিয়ে ফিরে আসতে পারবেন।

রাজ্য সরকারের এই উদ্যোগে ভীষন খুশী রায়গঞ্জ তথা জেলার বাসিন্দারা। রাজ্য সরকারকে রায়গঞ্জ থেকে সরাসরি তারাপীঠের বাস চালু করায় ধন্যবাদ জানিয়েছেন যাত্রীরা। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের রায়গঞ্জ ডিপোর তৃনমূল বাসচালক ও শ্রমিক সংগঠনের সভাপতি কৌশিক দে জানিয়েছেন আমরা রাজ্য সরকারের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। বহু কষ্ট করে এখানকার পূন্যার্থীরা তারাপীঠে যেতেন। রায়গঞ্জ থেকে সরাসরি তারাপীঠের বাস পরিষেবা চালু হওয়ায় তাদের অনেক উপকার হল। দর্শনার্থী বা পূন্যার্থীরা রায়গঞ্জ থেকে বাসে চেপে সরাসরি তারাপীঠের মন্দিরে নেমে পুজো দিয়ে আবার সেই বাসে চেপেই রায়গঞ্জে ফিরে আসতে পারবেন। আর তা মাত্র ১৭১ টাকা ভাড়াতেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *