পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ সেপ্টেম্বর: মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তারদের সুরক্ষার দাবিতে মেদিনীপুর মেডিকেল কলেজের প্রিন্সিপালকে ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি। মঙ্গলবার মেদিনীপুর শহরের মেদিনীপুর মেডিকেল কলেজের সামনে বিক্ষোভে সামিল হয় বিজেপি নেতৃত্বরা। পাশাপাশি এদিন একটি পথসভারও আয়োজন করা হয়।
এদিন বিভিন্ন নেতাদের বক্তব্যে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন দুর্নীতির অভিযোগ তোলেন বিজেপি নেতৃত্বরা। পাশাপাশি একাধিক দুর্নীতির প্রসঙ্গ নিয়ে বক্তব্য শোনা যায় বিজেপি নেতৃত্বদের গলায়।