আমাদের ভারত, ২৪ মার্চ:
বেশ লম্বা বিরতির পর বাংলায় দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করলে বিজেপি। রবিবার রাতে দিল্লিতে বিজেপি সদর দপ্তর থেকে ঘোষণা করা হলো বাংলার ১৯ টি আসনের প্রার্থীদের নাম। প্রত্যাশা মতোই তালিকায় লোকসভা প্রার্থী হিসেবে নাম রয়েছে সদ্য তৃণমূল ছেড়ে আসা তাপস রায় এবং অর্জুন সিং এর। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামও। তবে তালিকায় সব বড় চমক বসিরহাট থেকে সন্দেশখালির প্রতিবাদী গৃহবধূ রেখা পাত্রকে প্রার্থী করল বিজেপি। সন্দেশখালি যে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি অন্যতম হাতিয়ার এই নির্বাচনে সেটা আবারও প্রমাণিত হলো। আর জল্পনার অবসান ঘটিয়ে মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমান–দুর্গাপুর কেন্দ্রে দিলীপ ঘোষকে প্রার্থী করল পদ্মশিবির।
সন্দেশখালীর ঘটনা এই মুহূর্তে বিজেপিকে বাংলায় অতিরিক্ত মাইলেজ যুগিয়েছে। এই ঘটনা রাজ্য রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মনে করা হচ্ছে। আর বসিরহাট লোকসভা কেন্দ্রের অধীনেই সেই সন্দেশখালি। তাই এবার সেই বসিরহাটে প্রার্থী হিসেবে সন্দেশখালির গৃহবধূ রেখা পাত্রকে বিজেপি বেছে নিয়েছে; যা কিনা স্থানীয় সেন্টিমেন্ট হিসেবে কাজ করবে বলে মনে করা হচ্ছে। সন্দেশখালি ঘটনায় এই রেখা পাত্রই এফ আই এর দায়ের করেছিলেন শিবু হাজরাদের বিরুদ্ধে।
এদিকেকলকাতা উত্তর থেকে তাপস রায়কে প্রার্থী করা হয়েছে বিজেপির তরফে। অর্জুন সিং প্রার্থী হয়েছেন ব্যারাকপুর থেকেই। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তমলুক থেকে প্রার্থী করা হবে বলে যে দীর্ঘ জল্পনা চলছিল তাই শেষমেষ মিলে গেছে।
বিজেপি দ্বিতীয় প্রার্থী তালিকা ঘিরে নানা জল্পনার মধ্যে একটি ছিল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে নিয়েও। বিজেপির প্রথম তালিকায় দিলীপ ঘোষের নাম না থাকায় প্রশ্ন উঠতে শুরু করেছিল, তাঁকে পুরনো কেন্দ্র মেদিনীপুর থেকে প্রার্থী করা হবে তো? দেখা গেলএই আশঙ্কায় সত্যি হলো। মেদিনীপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়েছে আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পাল। দিলীপ ঘোষকে প্রার্থী করা হয়েছে বর্ধমান–দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে।
এখনো পর্যন্ত বাংলার ৪২টি আসনে প্রথম দফায় ২০টি নাম ঘোষণা করেছিল, দ্বিতীয় দফায় ১৯ টি আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে। ডায়মন্ড হারবার , বীরভূম, ঝাড়গ্রামের প্রার্থী নিয়ে ঐক্যমত এখনো তৈরি হয়নি। বাকি রয়েছে গতবারের ঘোষিত আসানসোলের পবন সিংহের পরিবর্তিত প্রার্থীর নামও।