আমাদের ভারত, ব্যারাকপুর, ২৪ মার্চ: দীর্ঘ জল্পনার অবসান। রাজ্যের ১৯টি লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করলো বিজেপি।
তাৎপর্যপূর্ণভাবে গোটা বাংলার নজর ছিল ব্যারাকপুর লোকসভার দিকে। এখানেই তৃণমূল কংগ্রেসের থেকে প্রার্থী করা হয়েছে রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিককে। আর এখানেই সদ্য তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেছিলেন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ অর্জুন সিং। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েই এবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী হলেন ব্যারাকপুরের দাপুটে নেতা অর্জুন সিং। দীর্ঘ বেশ কয়েকদিন ধরে টালবাহানের পর অবশেষে দিল্লি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ব্যারাকপুরে জন্য ভরসা রাখলো সেই অর্জুনের ওপরই। বিজেপি প্রার্থী হিসাবে অর্জুন সিংয়ের নাম ঘোষণা হওয়ার পর থেকেই জগদ্দলের মজদুর ভবনের সামনে শুরু হয় উৎসব।
বিজেপি প্রার্থী হওয়ার পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন, ব্যারাকপুরের মানুষ আমাকে ভালোবাসে। এবার ব্যারাকপুর লোকসভা থেকে এক লক্ষ ভোটে আমি জিতবো। ভোটের দিন দেখা যাবে অর্জুন ম্যাজিক।