আমাদের ভারত, ৯ সেপ্টেম্বর: সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ সরকারের হয়ে সওয়াল করা আইনজীবী কপিল সিব্বালকে একহাত নিলেন বিজেপি নেতা তাপস রায়।
সোমবার আর জি কর মামলায় সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের হয়ে সওয়াল করেন কপিল সিব্বাল। সেই প্রসঙ্গে প্রশ্ন করলেন ডিসি নর্থের অফিস অভিযানে অংশ নেওয়া বিজেপি নেতা। তিনি বলেন, “কপিল সিব্বালকে ‘ডেভিলস লইয়ার’ বলা হয়। উনি একটা নির্লজ্জ মানুষ।”
তাপসবাবু বলেন, “ওঁর উচিত নয় এই মামলায় সওয়াল করার। রাজ্য সরকার যে কেন বিশ লাখি অ্যাডভোকেট দিয়ে মামলা লড়াচ্ছে তা সাধারণ মানুষ জানে। আর জি কর- এর ঘটনা নিয়ে রাজ্য সরকার,?মল কপিল সিব্বালকে দিয়ে যা বলাচ্ছে তা অসত্য।”