আমাদের ভারত, ব্যারাকপুর, ২৮ আগস্ট: বিজেপি নেতার ওপর গুলি চালানোর ঘটনায় ৮ দুষ্কৃতিকে গ্রেফতার করল পুলিশ। আজ তাদের আদালতে পেশ করা হয়।
বুধবার রাজ্য বিজেপির তরফ থেকে বারো ঘণ্টার বাংলা বনধের ডাক দেওয়া হয়েছিল। সেই মত জগদ্দল এবং ভাটপাড়া অঞ্চলে বনধের সমর্থনে মিছিল করতে যাচ্ছিলেন ভাটপাড়ার বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে। সেই সময় তাঁর গাড়ি লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায় দুষ্কৃতীরা। গুলিতে বিজেপি নেতার এক সহযোগী আহত হন। সেই ঘটনায় ভাটপাড়া থানার পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা হল আটজন অভিযুক্তকে। ধৃতদের নাম 1. মোহাম্মদ তানভীর, 2. মোহাম্মদ আরিফ, 3. মোহাম্মদ আবিদ খান ওরফে বান্টি 4. মোহাম্মদ নাসিম 5. ফিরদৌস ইকবাল 6. ওয়াসিম উদ্দিন ওরফে বোমা 7. মোঃ চ্যাঙ 8. সঞ্জয় সাউ
ধৃতদের বৃহস্পতিবার ব্যারাকপুর আদালতে পেশ করা হয় ভাটপাড়া থানার পুলিশের পক্ষ থেকে।