আমাদের ভারত, ব্যারাকপুর, ২৯ আগস্ট: অর্জুন সিংয়ের বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। তাঁর অভিযোগ, রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে।
গতকাল বিজেপির ১২ ঘণ্টার বনধকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল ভাটপাড়া, জগদ্দল। চলেছিল গুলি। গুলিতে আহত হয়ে ছিলেন একজন। এই ঘটনার পর দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়েছিল জগদ্দল এলাকায়। বিশাল পুলিশ বাহিনী নামিয়ে পরিস্থিতি সামাল দিতে হয়েছিল। এই ঘটনার পর ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং এর বাড়িতে আসেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। এদিন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এই রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙেছে একমাত্র মুখ্য মন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস। এখানে আইন বদলের কথা বলছে আর অন্যদিকে সন্দীপ ঘোষকে বাঁচানোর চেষ্টা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত নিম্নমানের রাজনীতি করতে পারেন আর তাই করছেন।