স্নেহাশীষ মুখার্জি, নদিয়া, ৩০ অক্টোবর: ২০২৬ সালে তৃণমূল সরকারে থাকবে না। সাধারণ মানুষ বুঝতে পেরেছে তৃণমূল আর দুর্নীতি দুটোই সামন্তরাল। এদিন নদিয়ার কৃষ্ণনগরে একটি কর্মসূচিতে এসে প্রতিক্রিয়া দিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য।
এদিন “তুমি বিজেপির মেম্বারশিপ” কর্মসূচিতে কৃষ্ণনগরের বিভিন্ন জায়গায় কর্মীদের নিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন বিজেপি নেতা সমিক ভট্টাচার্য। মূলত এই কর্মসূচি গোটা রাজ্য জুড়েই চলছে। শমীক ভট্টাচার্য বলেন, আমাদের লক্ষ্য রয়েছে এ রাজ্য থেকে এক কোটি মেম্বারশিপ করা। সেই লক্ষ্য নিয়ে আমরা গোটা রাজ্যজুড়ে এই কর্মসূচি চালিয়ে যাচ্ছি।
শাসক দলের প্রসঙ্গে তিনি বলেন, আবাস যোজনা থেকে শুরু করে সবকিছুতেই তৃণমূল দুর্নীতি করেছে। তাই ২০২৬ সালের আগেই তৃণমূল সরকারে থাকবে না। সাধারণ মানুষ বুঝতে পেরেছে সেই কারণে তারা ভয় আর সন্ত্রস্তকে দূরে সরিয়ে বিজেপিতে শামিল হচ্ছেন এবং প্রতিবাদ করছেন। তবে বর্তমান পরিস্থিতিতে কৃষ্ণনগরে শক্ত খাঁটি রয়েছে তৃণমূলের। বিজেপি অনেকটাই ধরাশায়ী। এখন দেখার বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের এই আত্মবিশ্বাস কতটা ফলপ্রসূ হয়।