আমাদের ভারত, ১৬ সেপ্টেম্বর: আর জি কর-কাণ্ডের আন্দোলনে প্রকাশ্যে রাজনৈতিক বিভেদ তৈরির চেষ্টার প্রতিবাদ করল বিজেপি। সোমবার এ ব্যাপারে সামাজিক মাধ্যমে মন্তব্য করেছেন দলের মহিলা মোর্চার সাধারণ সম্পাদক কাবেরি চ্যাটার্জি।
তিনি লিখেছেন, “সন্দেশখালি হলে প্রতিবাদ করবে বিজেপি, কালিয়াগঞ্জ হলে প্রতিবাদ করবে বিজেপি, হাঁসখালি হলে প্রতিবাদে বিজেপি, কামদুনিতে প্রতিবাদে বিজেপি, সরকারি হোমগুলিতে নাবালিকা ধর্ষণ হলে আন্দোলনে বিজেপি, মেটিয়াবুরুজে ধর্ষণ হলে প্রতিবাদ করবে বিজেপি, বীরভূমে ধর্ষিতা মেয়েটির দোষীদের ফাঁসির দাবিতে লাগাতার আন্দোলন করবে বিজেপি, আন্দোলন করতে গিয়ে শাসক দলের হাতে ৮শোর বেশি কার্যকর্তা খুন হবে বিজেপির।
পশ্চিমবঙ্গের যেখানে যখন অন্যায় হয়েছে মহিলাদের উপর অত্যাচার হয়েছে প্রতিবাদে থানা ঘেরাও থেকে শুরু করে অ্যারেস্ট হয়েছেন বিজেপি কর্মীরা। অভয়ার বিষয়টিও সেভাবে মানুষের নজরে আসতো না যদি না বিজেপি গিয়ে সেই সময় রুখে দাঁড়াতো, ডেড বডি নিয়ে পালানোর সময় রাস্তা আটকাতো। আর আজকে কারা এইসব চক্রান্ত করছে যে রাত দখলে বিজেপি না। বিজেপি কি পশ্চিমবঙ্গের নাগরিক-দল নয়? যেখানে যখন প্রতিবাদ হবে বিজেপি সব জায়গায় ছিলো, আছে আর থাকবে।”
এই মন্তব্যের সঙ্গে কাবেরী যুক্ত করেছেন একটি বাংলা দৈনিকের সচিত্র একটি খবর। সেটির শিরোনাম ‘‘রাত দখল আন্দোলনে’ বিজেপি যেন না আসে”। তাঁর মন্তব্যে যত প্রতিক্রিয়া এসেছে, অধিকাংশেরই সায় তাঁর পক্ষে।