নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১৬ মার্চ:
এবার খোদ কলকাতায় করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে গোমুত্র পান করলেন বিজেপি নেতা নারায়ণ চ্যাটার্জি। দলের রাজ্য কমিটির সদস্য উত্তর কলকাতায় বৈষ্ণবশেঠ স্ট্রীটে হিন্দু ধর্মাবলম্বীদের গোমুত্র পান করালেন। প্রথমে নারায়ণ চ্যাটার্জি গোমাতার পূজা করেন। তারপর পিতলের ঘটি করে সবাইকে গোমুত্র পান করান। প্রসঙ্গত, চলতি সপ্তাহে করোনা ভাইরাস থেকে বাঁচতে হিন্দু মহাসভার নেতারা গোমুত্র খাওয়ার নিদান দিয়েছিলেন। দিল্লিতে হিন্দুমহাসভার নেতারা গোমুত্র খেয়েছিলেন। যদিও অনেক হিন্দু নেতাই মাঝেমাঝে বিবৃতি দিয়ে থাকেন গোমুত্র খেলে উচ্চরক্তচাপ থেকে শুরু করে ক্যানসার পর্যন্ত সারে।
এবার করেনা ভাইরাস থেকে রাজ্যবাসীকে রক্ষাপেতে বেশি করে গোমুত্র পান করার কথা জানালেন বিজেপি নেতা নারায়ণ চ্যাটার্জি। সোমবার তিনি নিজে যেমন গোমুত্র খেলেন, তেমনি অনেক বিজেপি কর্মীকে গোমুত্র পান করালেন। পাশাপাশি হুগলী জেলার ডানকুনিতে গোমুত্র বিক্রি করেছেন কয়েকজন। তাদেরও দাবি গোমুত্র পান করলেই করোনার হাত থেকে মুক্তি পাওয়া যাবে। শোনা যায় হুগলীর ডানকুনিতে প্রায় ৪০০ টাকা লিটার গোমুত্র বিক্রি হয়েছে। রাজ্য বিজেপি নেতার এমন কর্মসূচি নিয়ে অবশ্য রাজ্য বিজেপির কোনও নেতা মন্তব্য করতে চাননি। তারা সবাই বলছেন ব্যাপারটার সঙ্গে দল যুক্ত নয়। গোমুত্র পান করা নারায়ণ চ্যাটার্জির একান্তই ব্যাক্তিগত বিষয়।