পুরুলিয়ার কাশীপুরে শুভেন্দুর রোড শো ও সভাকে ঘিরে জোর প্রস্তুতি বিজেপির, সতর্ক তৃণমূল

সাথী দাস, পুরুলিয়া, ৯ জানুয়ারি: বিজেপিতে যোগ দেওয়ার পর প্রথমবার পুরুলিয়ায় আসছেন শুভেন্দু অধিকারী। রবিবার পুরুলিয়ার কাশীপুরে শুভেন্দুর রোড শোও একটি সভা করবেন তিনি। তাঁর এই রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে জোর প্রস্তুতি শুরু করেছে বিজেপি। দাদার অনুগামীদের মধ্যেও উৎসাহ উদ্দীপনা দেখা গিয়েছে। আজ শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে সন্ধ্যেয় কাশীপুরে যান বিজেপির জেলা সভাপতি ও জেলা নেতৃত্ব। ছিলেন শুভেন্দু ঘনিষ্ঠ গৌতম রায়। মূলত কাশীপুর বিধানসভা এলাকা থেকেই কর্মী সমর্থকদের সমাবেশ ঘটবে বলে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে। ওই দিন সভায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিজেপিতে যোগদানের কথা রয়েছে।

এদিকে জেলা তৃণমূলের পক্ষ থেকে শুভেন্দুর অনুষ্ঠানে ব্লক সভাপতিদের নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ব্লক সভাপতির অঞ্চল এবং বুথ সভাপতিদের নজর রাখতে নির্দেশ দেন। যাতে বুথ স্তর থেকে শুভেন্দুর সভায় না যেতে পারেন উৎসাহী গ্রামবাসী সেই বিষয়টির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন জেলা সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দলের বিশেষ সভায় এই নির্দেশ দেন তিনি।

অন্যদিকে, একই দিনে কাশীপুরের সোনা থলিতে আদিবাসী বিকাশ পরিষদের একটি সমাবেশের আয়োজন করা হয়েছে। সেখানে তৃণমূলের তপশিলি উপজাতি সেলের রাজ্য নেতৃত্ব থাকার কথা রয়েছে বলে জানান স্থানীয় তৃণমূল বিধায়ক স্বপন কুমার বেলথড়িয়া। জমায়েত বিশাল সংখ্যায় করার জন্য বিভিন্ন ভাবে সহযোগিতা ও মদত দিয়েছে তৃণমূল কংগ্রেস। জেলা সভাধিপতি, স্থানীয় বিধায়ক তাঁদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।  বিধায়ক বলেন, “আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। সাঁওতাল সম্প্রদায়রা আমাদের সঙ্গে রয়েছে। কখনও বিজেপি করেন না তাঁরা।”

শুভেন্দুর ও জনসভা অন্যদিকে আদিবাসী বিকাশ পরিষদের সমাবেশ এই দুই কর্মসূচিতে সরগরম কাশীপুর। পরোক্ষ ভাবে তৃণমূল ও বিজেপির কর্মসূচিতে উত্তপ্ত পরিস্থিতির প্রমাদ গুনছে পুলিশ প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *