নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৩ নভেম্বর: কালিয়াগঞ্জের রিটার্নিং অফিসারকে সরাতে চিঠি দিল বিজেপি। শনিবার এইকথা জানান বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। তিনি বলেন, কালিয়াগঞ্জের রিটার্নিং অফিসার উপনির্বাচনে পুরোপুরি তৃণমূলকে সাহায্য করছে। তার উপস্থিতিতে কালিয়াগঞ্জ বিধানসভার উপনির্বাচন সুষ্ঠভাবে হওয়া সম্ভব নয়। সেই কারণে এই বিধানসভার নির্বাচনী রিটার্নিং অফিসারকে সরাতে বিজেপি নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে বলে জানান রাহুল সিনহা।
তাঁর আরও অভিযোগ, দ্রুত তাকে না সরালে ভোটের দিনও রিটার্নিং অফিসার রাজ্যের শাসক দলের হয়ে কাজ করবে। উপনার্বাচনে তৃণমূলের হার নিশ্চিত। আর একথা রাজ্যের শাসক দল ভালো করে বুঝতে পারছে। সেইজন্য প্রশাসনিক কর্তাদের কাজে লাগিয়ে তৃণমূল উপনির্বাচনে জেতার পরিকল্পনা করেছে বলে অভিযোগ করেন রাহুল সিনহা। পাশাপাশি রাজ্যের তিনটি বিধানসভার উপনির্বাচনে বিজেপির জয় নিশ্চিত বলে দাবি করেন রাহুল সিনহা। আর হারের ভয়ে শুধু কালিগঞ্জ নয়, করিমপুর ও খড়গপুরেও প্রশাসনিক ক্ষমতাকে ব্যাবহার করছে রাজ্যের শাসক দল।