আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১১ জুন: ভোট পরবর্তী সন্ত্রাস অব্যাহত। গারুলিয়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের দেশবন্ধুনগর এলাকার বিজেপি কর্মী ধনঞ্জয় মালোর বাড়িতে সোমবার রাতে কিছু দুষ্কৃতী ভাঙ্গচুর চালায় ও তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এছাড়া ঐ এলাকায় একটি তেলেভাজার দোকানেও ভাঙ্গচুর চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ একজনকে আটক করেছে।
মঙ্গলবার সকালে ঐ এলাকায় উপস্থিত হন ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায়। তিনি সাংবাদিকদের বলেন, ভোট পরবর্তী সন্ত্রাস পশ্চিমবঙ্গে তৃণমূলের সংস্কৃতিতে পরিণত হয়েছে। এই সংস্কৃতি ওরাই পশ্চিমবঙ্গে চালু করেছে। কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থায় প্রত্যেক মানুষের অধিকার রয়েছে তার নিজের পছন্দ মতো দল করা। তার জন্য তাদের উপর হামলা এটা মেনে নেব না। পুলিশ সব কিছু দেখেও নিরব। তাই আমরা এবার আইনের দ্বারস্থ হবো।