Hiron, BJP, Sabang, মিথ্যা কেসে বিজেপি কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে সবং থানায় অবস্থান বিক্ষোভ ঘাটালের বিজেপি প্রার্থী হিরণের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬
মে: মিথ্যা কেসে বিজেপি কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে সবং থানায় অবস্থান বিক্ষোভ করলো ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ। বিজেপির অভিযোগ, গতকাল সবং ব্লকের বিষ্ণুপুর ১৩ নং অঞ্চলের মাধবচক এলাকায় বিজেপি কর্মী প্রতিবাদ করেছিল যে ১০০ দিনের কাজের টাকার হিসাব দিন। প্রতিবাদ করায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা ওই বিজেপি কর্মীকে মারধর করে বলে অভিযোগ বিজেপির। আর রাতে সবং থানার পুলিশ ওই বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে।

ওই বিজেপি কর্মীকে নিঃশর্ত মুক্তির দাবিতে থানার সামনেই অবস্থানে বসে পড়েন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় সহ বিজেপি কর্মী সমর্থকরা। হিরণের আরও অভিযোগ, থানার ওসির সাথে দেখা করতে দেওয়া হয়নি, পাশাপাশি টেবিলের এক অফিসার হিরণ সহ বিজেপি কর্মীদের সাথে অসভ্য আচরণ করেছে। যতক্ষণ পর্যন্ত না ওই বিজেপি কর্মীকে ছাড়া হয় ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলেও হুঁশিয়ারি দেন হিরণ চট্টোপাধ্যায়। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় সবং থানা চত্বরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *