আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৬ মে: বাম নেতা তড়িৎ বরণ তোপদারের পর এবার বর্ষীয়ান কংগ্রেস নেতার বাড়িতে গিয়ে আশীর্বাদ নিলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। সোমবার বেলায় উত্তর ২৪ পরগনা জেলার কংগ্রেসের সাধারণ সম্পাদক বিপুল ঘোষালের বাড়িতে গেলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। মিনিট ১৫ বিপুল বাবুর পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কথা বলেন।
সাক্ষাৎ শেষে বেরিয়ে অর্জুন সিং বলেন, ঘোষাল পরিবারের সঙ্গে তাঁর পুরানো সম্পর্ক। নির্বাচনে দাঁড়িয়েছি। তাই বিপুল দার সঙ্গে দেখা করতে এসেছি। তাঁর কথায়, রাজনীতিতে যেমন সৌজন্যতা আছে। তেমনি সৌজন্যতার মধ্যে রাজনীতি থাকে। অপরদিকে কংগ্রেস নেতা বিপুল ঘোষাল বলেন, অর্জুন সিং ভাইয়ের মতন। প্রার্থী হয়েছে তাই বাড়িতে ভোট চাইতে এসেছে। দাদা হিসেবে বিজয়ী হওয়ার আশীর্বাদ দিয়েছি।