Hiron, BJP, কেশপুরের একাধিক মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী হিরণ

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ এপ্রিল: নববর্ষের সকালে কেশপুর বিধানসভার অন্তর্গত আনন্দপুর কালী মন্দির এবং ঐতিহ্যবাহী ঝাড়েশ্বর শিব মন্দিরে পুজো দিলেন ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়। এদিন ফের ঘাটালের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ দেবকে পরিযায়ী প্রার্থী বলে কটাক্ষ করলেন হিরণ।

উল্লেখ্য, ভোট আসলে বারবার উত্তপ্ত হতে দেখা যায় কেশপুরকে। এবার কেশপুরে শান্তি ফিরুক এই কামনাই করলেন হিরণ চট্টোপাধ্যায়। গত লোকসভায় দেবের তত্ত্বাবধানে ভোট লুট হয়েছে বলেও দাবি করেন হিরণ। একই সাথে এবারের নির্বাচনে জয়ের জন্য যথেষ্ট আশা প্রকাশ করলেন হিরণ চট্টোপাধ্যায়। এদিন হিরণকে দেখতে প্রচুর মানুষ ভিড় করেন দুই মন্দিরে। পাশাপাশি তিনি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করেছেন যে কেশপুর যাতে সন্ত্রাস মুক্ত, ভয় মুক্ত, আতঙ্ক মুক্ত হয়। কেশপুরবাসীর কাছে যেন সুখ, শান্তি ফেরে।

তিনি এও জানান, এই লোকসভা কেন্দ্রে গত দশ বছর থাকা সাংসদ যেভাবে গুলি বন্দুক দিয়ে কেশপুরে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে রেখেছে তার থেকে কেশপুর যদি মুক্ত হতে পারে আমরা তাহলে এই লোকসভা কেন্দ্র থেকে তিন লক্ষ বেশি ভোটে জয়ী হব। আমার বিশ্বাস কেশপুর থেকে এক লক্ষ বেশি ভোট পাবো, বলে দাবি করেনন হিরণ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *