পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ মার্চ: পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর ২ ব্লকের বারবাশি এলাকায় বিজেপির এক কর্মীকে খুন করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এলাকাটি ঘাটাল লোকসভা কেন্দ্রের পিংলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। আজ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে এবং সমবেদনা জানাতে দলীয় কর্মীর বাড়িতে যান ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিনেতা হীরণ চট্টোপাধ্যায়। মৃত কর্মীর পরিবারের সদস্যদের অভিযোগ, বিজেপির সমর্থনে দেওয়াল লিখন সহ, বিজেপি করার কারণে খুন করা হয়েছে শান্তনু ঘোড়ুই নামের ঐ কর্মীকে। তাঁর বাবার দাবি, বহুবার তাঁর ছেলেকে হুমকি দেওয়া হতো তৃণমূল থেকে।
উল্লেখ্য, গতকাল দুপুরে খড়গপুর-২ ব্লকের বাড়বাশী এলাকায়, ধান জমি থেকে শান্তনু ঘোড়ুই নামে ঐ বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার করেছিল পুলিশ। মৃতের পরিবারের অভিযোগ স্থানীয় তৃণমূল কর্মীদের দিকে। যদিও এই অভিযোগ শাসক দল উড়িয়ে দিয়েছে। ঘটনার সঠিক তদন্তের দাবি তুলেছে তারা।