BJP, Hiran, campaign, Pingla, পিংলায় জনসংযোগ যাত্রা বিজেপি প্রার্থী হিরণের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ মার্চ: শনিবার পিংলার বিভিন্ন গ্রামে জনসংযোগ যাত্রা করেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। সেখানে বাসিন্দাদের বিশেষ করে মহিলাদের সামনে পেয়ে সন্দেশখালির প্রসঙ্গ তুলে ধরেন। তিনি এদিন প্রচারের মাঝে মন্দিরে পুজো দেন। গ্রামের রাস্তার চেহারা তুলে ধরে এক হাত নেন প্রতিপক্ষ প্রার্থী তৃণমূলের দীপক অধিকারী তথা অভিনেতা দেবকে। হিরণ বলেন, পিংলায় গ্রামের পর গ্রাম সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। তবে তাদের এবার সন্ত্রাসের দিন শেষ।

গ্রামবাসীদের উদ্দেশে তিনি বলেন, তৃণমূলের কত বড় গুন্ডা আছে দেখব। পুলিশ গিয়ে যদি গুন্ডাগিরি দেখায় তাহলে ওসি, আইসিদের ছবি তুলে আমাকে পাঠাবেন। আমি ঘরে বাঁধিয়ে রাখব। বাকি কথাটা আপনারা বুঝে নিন।

তবে সন্ত্রাসের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। দলের পিংলা ব্লক সভাপতি তথা জেলা পরিষদের সদস্য শেখ সবরাতি বলেন, এসব ভোটের চমক ছাড়া আর কিছুই নয়। তৃণমূল কোথাও কোনও সন্ত্রাস করে না। করলে হিরণ কি এলাকায় ঘুরতে পারতেন? বিজেপি পতাকা টাঙাতে পারত? আসলে ওদের মিটিং-মিছিলে লোক হচ্ছে না, তাই এসব বলে বাজার গরম করতে চাইছে। মানুষ সব জানে। ২১ সালের বিধানসভা ভোটে কারা সন্ত্রাস করেছিল, তা মানুষ ভুলে যায়নি। ওরা এবার ভোটে তার জবাব পেয়ে যাবে। মানুষ তৈরি আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *