কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ মে: একই দিনে তৃণমূল এবং বিজেপিরর দুই তারকা প্রার্থীর প্রচার।
একজন বলছেন মাস্টার প্ল্যান হবেই, আরেকজন প্রার্থী মানুষকে জিজ্ঞাসা করতে বলছেন কেন ট্যাবাগেড়িয়া ব্রিজ হলো না সেই উত্তর আগে দিন। ঘাটাল ব্লকের মনশুকা ২ গ্রাম পঞ্চায়েতের বলরামপুরে জনসংযোগ করেছিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায়। স্থানীয় একটি সেতু দেখে ক্ষোভ প্রকাশ করে হিরণ বলেন, এই সেতুর যা অবস্থা তাতে যে কোন সময় মানুষ সেতু থেকে নিচে পড়ে যেতে পারে। এরপরে তিনি সাংসদ দেবের সমালোচনা করেন। তিনি কটাক্ষ করে বলেন, বাংলার মানুষ এবং ঘাটালের মানুষ বুঝতে পারছেন সাংসদের উন্নয়নের জোয়ার।
উল্লেখ্য, কিছুদিন আগে ওই সেতু থেকে চার চাকা গাড়ি পড়ে গিয়েছিল নদীতে।ট্যাবাগেড়য়া সেতু কেন হয়নি তা জানতে চান বিজেপি প্রার্থী। তিনি বলেন, দেব ২০১৯ সালে বলেছিলেন ওই সেতু না হলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন তাহলে তিনি ভোটে দাঁড়ালেন কেন। ঘাটাল মহকুমার অনেক মানুষ ভিন রাজ্যে থাকেন কর্মসূত্রে।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভিন রাজ্যে থাকা মানুষজনকে এবং পরিযায়ী শ্রমিকদের অনুরোধ করেছেন তারা যাতে বাড়ি ফিরে এসে তাদের ভোট দেন।
এই বিষয়ে হিরণ বলেন, বাংলায় কাজ নেই তাই তারা ভিন রাজ্যে গেছেন। তারা এসে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলে মোদিজীর সুশাসন আসবে।