সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১২ মে:
ইভিএম মেশিন নিয়ে সাধারণ মানুষকে তৃণমূল ভুল বোঝানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকার।আজ সকালে মাচানতলায় ব্যবসায়ী, সবজি বিক্রেতাদের হাতে ভোটের নমুনা পত্র তুলে দেন। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ করে তিনি বলেন, তৃণমূলের কর্মীরা গ্ৰামে গ্ৰামে সাধারণ মানুষকে বলছেন ইভিএম মেশিন ঠিক আছে কি না তা নিশ্চিত হতে এক নম্বর বোতাম টিপে দেখে নিতে হবে। পরিকল্পিত ভাবে ইভিএম মেশিন নিয়ে এরকম ভুল বোঝানে হচ্ছে। বিষয়টি নিয়ে তিনি নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন বলে সুভাষবাবু জানান।
উল্লেখ্য, ইভিএম মেশিনে তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী এক নম্বরে রয়েছেন, বিজেপির সভাষবাবু রয়েছেন চার নম্বরে। অর্থাৎ মেশিন পরীক্ষা করতে এক নম্বর বোতাম টিপলেই ভোটদাতার ভোটদান সম্পন্ন হয়ে যাবে।দ্বিতীয় বার বোতাম টেপার কোনও সুযোগ থাকবে না।
সুভাষবাবুর এই অভিযোগকে উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। ভোটে হারের গন্ধ পেয়েই এধরনের অভিযোগ আনছেন বলে মন্তব্য করা হয়েছে।
এদিন সুভাষবাবু সাত সকালেই হাজির হন মাচানতলায়। সেখানে হকার, সবজি বিক্রেতাদের হাতে নমুনা ব্যালট পত্র তুলে দেন।সবজি বিক্রেতাদের সাথে তাদের সমস্যা নিয়ে আলোচনা করেন।