Dev, TMC, ঘাটালে প্রচার তৃণমূল প্রার্থী দেবের

কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ মে: আসন্ন লোকসভা নির্বাচন ঘিরে প্রার্থীদের প্রচার জমে উঠেছে। ঘাটাল লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী রবিবার ঘাটালের বিভিন্ন জায়গায় প্রচারে এসে দীর্ঘদিনের দাবি মাস্টার প্ল্যান রূপায়িত করার কথা আবার বললেন।
তিনি বলেন, এই বছর মাস্টার প্ল্যানের কাজ শুরু হবে। যদি কাজ না শুরু হয় ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তিনি ঘাটালে ঢুকবেন না। এদিন তিনি ঘাটালের বিভিন্ন জায়গায় জনসংযোগ করেন।

দেব বলেন, আমি দুঃখিত যে গত ১০ বছর এত চেষ্টা করেও ঘাটাল মাস্টার প্ল্যান করতে পারিনি। আমি রাজনীতি ছেড়ে দিয়েছিলাম, আমার মনে হয়েছিল এখানে ঝগড়া ছাড়া কিছু হয় না।

আমি ভেবেছিলাম আমার চ্যাপ্টার ক্লোজড কারণ ১০ বছর হয়ে গেছে। কিন্তু দিদি বললেন না তোমাকে দাঁড়াতে হবে। দেবের বিরুদ্ধে ওঠা কিছু অভিযোগ সম্বন্ধে সরাসরি তিনি না বলে ইঙ্গিত পূর্ণ মন্তব্য করেন যে, আমার মনে হয় যে সৎ কাজ করে তার ভয় পাওয়ার দরকার নেই। দিদি কথা দিয়েছেন যে, ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্য সরকার করবে। আমি কথা দিচ্ছি ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ এই বছর থেকে শুরু হবে।

দেব বলেন, আমি জানি, ভোটের বাজারে প্রতিশ্রুতি দেওয়া একটা নিয়ম। আর প্রতিশ্রুতি দিয়ে পালিয়ে যাওয়া আরেকটা নিয়ম। যদি সত্যি কাজ হতো তাহলে ৫০/৬০ বছরে মাস্টার প্ল্যান হত। যারা এখানে দাঁড়িয়েছেন প্রত্যেকেই মাস্টার প্ল্যান করার কথা বলেছেন। কেন্দ্রীয় সরকার ১০০ দিনের টাকা আটকে রেখেছিল, সেই টাকা দিয়েছে আমাদের রাজ্য সরকার। যে দল হিন্দু মুসলিম না করে সব মানুষকে সমানভাবে দেখবে তাদের হাত শক্ত হওয়া উচিত।

তিনি বিজেপি প্রার্থী হিরণের নাম না করে বলেন যে, সারাদিন বিরোধী প্রার্থী ব্যক্তিগত আক্রমণ করছে, সন্ত্রাসবাদী বলে আখ্যা দিচ্ছে। নির্বাচনে জেতার পর কে কত বড় গুন্ডা হবে তার প্রতিযোগিতা নয়, কে মানুষের পাশে থাকবে সেটাই আসল কথা। আমি দেব বলে ভোট দিতে হবে সেরকম নয়, আমি যদি সত্যিই ভালো কাজ করে থাকি আপনারা মনে করেন তাহলে ভোট দেবেন। কারণ ভোট দেওয়া গণতান্ত্রিক অধিকার। আমি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে পার্লামেন্টে একাধিকবার বলেছি এবং বাংলায় বলেছি। এই নিয়ে আলোচনা হয়েছে যে দেব কেন বাংলায় বলেছে? এর কারণ হলো বাংলা আমার মাতৃভাষা। আমি গর্বিত আমি বাঙালি বলে।

সাউথের সাংসদরা তাদের মাতৃ ভাষায় কথা বলে।
তাহলে আমি আমার মাতৃ ভাষায় কথা বলব না কেন।এদিন দেবকে নিয়ে যথারীতি মানুষের উল্লাস দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *