Arjun Singh, BJP, Shukdev, নিহত দলীয় নেতা শুকদেবের বাড়িতে গেলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং, ঘটনার সিবিআই তদন্তের দাবি

আমাদের ভারত, ব্যারাকপুর, ৩০ এপ্রিল: গত ২৬ এপ্রিল অস্বাভাবিক মৃত্যু হয়েছে বাসুদেবপুর থানার পানপুর কেউটিয়া পঞ্চায়েতের পূর্ব পাড়ার বাসিন্দা বিজেপির দলীয় কার্যকর্তা শুকদেব বিশ্বাসের। মৃতের পরিবারের কাছে পুলিশ দাবি করে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সুখদেবের। যদিও পুলিশের দাবি মানতে নারাজ মৃতের পরিবার।

প্রসঙ্গত, মৃত বিজেপি নেতা ও তার স্ত্রী পঞ্চায়েত নির্বাচনে বিজেপির হয়ে প্রার্থী পদে লড়াই করেছিলেন। মৃতের পরিবারের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে খুন হয়েছে তাদের বাড়ির ছেলে সুখদেব, অথচ পুলিশ সেই খুনের ঘটনাকে পথ দুর্ঘটনার নাম দিয়ে ধামাচাপা দিতে চাইছে। মৃতের স্ত্রীর অভিযোগ, তিনি যখন এই ঘটনার খবর পান তখন তিনি তাঁর স্বামীর কাছে গিয়ে দেখেন শুকদেববাবুর হাত পা- এর হার ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেছিল, তার মাথায় ধারালো অস্ত্রের কোপ দেওয়া হয়েছিল। এমন কি তাঁর স্ত্রীকে আহত শুকদেববাবুর কাছে ঘেসতেও দেওয়া হচ্ছিল না বলেও অভিযোগ।

মঙ্গলবার মৃতের বাড়িতে গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানান ব্যারাকপুর কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিং। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি শুকদেবের মৃত্যুর ঘটনার সিবিআই তদন্তের দাবি করেন।

অপর দিকে গোটা ঘটনার বিষয়ে শোক প্রকাশ করে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক বলেন, “যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক। আমি ঘটনাটি শুনেছি। আমি আমার দলের ওখানকার স্থানীয় নেতৃত্বকে মৃতের বাড়ি যেতে বলবো। তাদের পাশে থাকতে বলব। আর মৃতের পরিবার তদন্ত চাইলে সেটাও হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *