খেজুরিতে বিজেপির ওপর হামলা, মারধর ১৫টি মোটর বাইক ভাঙ্গচুর

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১ ডিসেম্বর :
খেজুরিতে বিজেপি কর্মীদের ওপর হামলা। বিজেপির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। প্রতিবাদে বোগা মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। পরে পুলিশি হস্তক্ষেপে অবরোধ মুক্ত হয়। পুলিশ এই ঘটনায় চার বিজেপি কর্মীকে আটক করে নিয়ে যায় থানায়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা।

বিজেপির খেজুরি ২ দক্ষিণ মন্ডলের বোগা মোড়ে পার্টির পতকা লাগানোর জন্য আজ সকালে স্থানীয় নেতা ও কর্মীরা জমায়েত হয়েছিল। সেই কর্মসূচি চলার সময় তৃণমূল আশ্রিত দূষ্কিতীরা হামলা চালায় বলে অভিযোগ। বোমা ও বন্দুক নিয়ে বিজেপি কর্মীদের ওপর হামলা চালানো হয়। বিজেপির কর্মীদের মারধর করে ১৫ টি বাইক ভেঙ্গে দেওয়া হয়। এই ঘটনার পরেই বিজেপি কর্মীরা বোগা মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে।

তৃণমূল আশ্রিত দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেন বিজেপি কর্মী সমর্থকরা। কিন্তু এরপরই চার বিজেপি কর্মীকে আটক করে নিয়ে যায় খেজুরি থানার পুলিশ। আটক বিজেপি কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানায় বিজেপি। অন্যথায়, পুলিশি সন্ত্রাসের প্রতিবাদে খেজুরি থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করবে তারা বলে জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *